নিজস্ব প্রতিবেদক ::
খুলনার পাইকগাছা পৌর বাজারের দধি ঘরের কারখানায় সোমবার (২৭ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীনের নেতৃত্বে আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিষিদ্ধ কাপড়ের রং ও ফ্লেভার খাদ্যদ্রব্যে মিশ্রনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৫৩ ধারায় কারখানা মালিককে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় তার সাথে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন ও আনসার সদস্যবৃন্দ।