মুন্সীগঞ্জ প্রতিনিধি::
মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (২৬ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষণ হয়। চলবে আগামী ২৭ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত। এ প্রশিক্ষণ চীফ জুডিসিয়াল আদালতে সভা কক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
প্রশিক্ষণ কর্মশালাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস, ইফতি হাসান ইমরান ও দুরদানা রহমান।
কর্মদক্ষতা বৃদ্ধি কর্মশালায় মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি, স্টেনোগ্রাফার, এম এল এস এস পদ সহ অন্যান্য কর্মচারীদের কর্মদক্ষতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।