নিজস্ব প্রতিবেদক ::
অবশেষে পাইকগাছার কপিলমুনি ইউপির সচিব গণি গাজীকে কয়রা ইউনিয়ন পরিষদে বদলী করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো: ইফসিুপ আলী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার স্মারক নং- ৪৬।৪৪।৪৭০০।০২৪।১৯।০০১।২৫।২৭।
পত্রে আরোও জানানো হয় যে, প্রশাসনিক কারণে খুলনা জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ কপিলমুনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আ: গণি গাজীকে কয়রা ইউনিয়ন পরিষদ ও পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: জাভেদ ইশবালকে কপিলমুনিতে বদলী করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উপজেলার দেলুটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। বদলীকৃত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ ৩০/১/২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। এবং বদলীকৃত কর্মস্থলে যোগদান করবেন।
প্রসঙ্গত, কপিলমুনি ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মো: আ: গণি গাজীর বিরুদ্ধে পরিষদের দায়িত্বপ্রাপ্ত ও প্যানেল চেয়ারম্যানসহ ১০ জন ইউপি সদস্য গত ১৩ জানুয়ারী জেলা প্রশাসক, ইপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার শাখা খুলনা বরাবর লিখিত অভিযোগ করেন। যাতে তার বিরুদ্ধে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সাধারণ সেবা গ্রহিতাদের সাথে অসদাচারণ, দূর্নীতি ও অনিয়মের অভিযোগ করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে গত কয়েকদিন যাবৎ উক্ত ইউপি সচিব আ: গণি গাজীর বিরুদ্ধে বিভিন্ন আঞ্চলিক, জাতীয় ও অনলাইন দৈনিকে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে মো: আ: গণি গাজীর অন্যত্র বদলীর খবরে কপিলমুনিবাসীর মধ্যে স্বস্তির নি:শ্বাস পড়েছে। কোন কোন এলাকায় মিষ্টি বিতরনের খবর পাওয়া গেছে। ##