নিজস্ব প্রতিবেদক::
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার (১৯ জানুয়ারী) সকালে পাইকগাছায় নৌ পুলিশের সহযোগীতায় মৎস্য বিভাগের অভিযানে প্রাকৃতিক উৎস্য হতে আহরণকৃত বিপুল পরিমাণ চিংড়ি পোনা রেনু) জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর নেতৃত্বে রবিবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়ায় অভিযান চালিয়ে ৭ লক্ষাধিক প্রাকৃতিক উৎস থেকে আহরণকৃত চিংড়ি রেনু জব্দ করে। পরে তা শিববাটি ব্রীজের নিচে শিবসা নদীতে অবমুক্ত করা হয়।
এসময় বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার ফাঁড়ির এসআই মো. মোমিনুর রহমান ও ক্ষেত্রসহকারী রণধীর সরকারসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে এধরনের অভিযান অব্যাহত থাকবে।