1. admin@independentbd.news : admin :
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাত্রদলকে শিবির সভাপতির কড়া বার্তা গাজায় আরও ৬ লাশ উদ্ধার, রাফায় ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জামায়াত এখনও বৈষম্যের শিকার: গোলাম পরওয়ার কপিলমুনির প্রভাবশালী আ’ লীগ নেতা নির্মল ঠাকুর গ্রেফতার আগামীতে ঐক্যবদ্ধ বিএনপির নেতৃত্বে মিছিল হবে একটাই, কয়রায় বিএনপির কর্মী সভায় জেলা বিএনপির আহবায়ক মন্টুু মুন্সীগঞ্জে আসলাম সুইটকে তিন লক্ষ টাকা জরিমানা দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই-সৈয়দপুরে এমরান সালেহ প্রিন্স কয়রায় কোষ্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়

ডুমুরিয়ায় মহাসড়কে ড্রামট্রাক,পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে আহত-২,

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪২ বার পঠিত
dumuriya-355

আক্তারুজ্জামান লিটন, খুলনা ব্যুরো::

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় মঙ্গলবার (১৪ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে সাতক্ষীরাগামী গম বোঝাই ১০ চাকার ট্রাক, খুলনাগামী প্রাইভেট কার ও গরুবোঝাই পিকআপের ত্রি-মুখী সংঘর্ষে প্রাইভেট চালক আসাদুল ইসলাম (৩০) ও পিকআপ চালক ইমরান সরকার (৩১) গুরুতর আহত হয়েছেন। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরাগামী গম বোঝাই ১০ চাকার ট্রাক যার নং-(সাতক্ষীরা ট-১১-০৪২৮, খুলনা গামী প্রাইভেট কার যার নাম্বার ( ঢাকা মেট্টো- গ- ১৬-১৬৭৬ ) ও সাতক্ষীরা গামী গরু বোঝাই পিকআপ যার নাম্বার (ঢাকা মেট্রো ন-১৮-৩৬৪৩) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াপদার মাথায় পৌঁছালে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, গরু বোঝাই পিকাপটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ড্রাম ট্রাকটি মহাসড়কের উপরে উল্টে পড়ে।

dumuriya-356

এতে প্রাইভেট চালক খুলনা সদরের আসাদুল ইসলাম (৩০) পিতা অজ্ঞাত, পিকআপ চালক ঢাকার কেরানী গঞ্জের মকবুল সরকারের ছেলে ইমরান সরকার (৩১) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় সড়কে তাৎক্ষণিক যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল করিম জানান, সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় দিকের প্রায় দুই কিলোমিটার জ্যাম লেগে আছে। সড়ক দুর্ঘটনা কবলিত গাড়ী গুলো অপসারণের চেষ্টা চলছে, অতিদ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...