আক্তারুজ্জামান লিটন, খুলনা ব্যুরো::
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় মঙ্গলবার (১৪ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে সাতক্ষীরাগামী গম বোঝাই ১০ চাকার ট্রাক, খুলনাগামী প্রাইভেট কার ও গরুবোঝাই পিকআপের ত্রি-মুখী সংঘর্ষে প্রাইভেট চালক আসাদুল ইসলাম (৩০) ও পিকআপ চালক ইমরান সরকার (৩১) গুরুতর আহত হয়েছেন। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরাগামী গম বোঝাই ১০ চাকার ট্রাক যার নং-(সাতক্ষীরা ট-১১-০৪২৮, খুলনা গামী প্রাইভেট কার যার নাম্বার ( ঢাকা মেট্টো- গ- ১৬-১৬৭৬ ) ও সাতক্ষীরা গামী গরু বোঝাই পিকআপ যার নাম্বার (ঢাকা মেট্রো ন-১৮-৩৬৪৩) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াপদার মাথায় পৌঁছালে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, গরু বোঝাই পিকাপটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ড্রাম ট্রাকটি মহাসড়কের উপরে উল্টে পড়ে।
এতে প্রাইভেট চালক খুলনা সদরের আসাদুল ইসলাম (৩০) পিতা অজ্ঞাত, পিকআপ চালক ঢাকার কেরানী গঞ্জের মকবুল সরকারের ছেলে ইমরান সরকার (৩১) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় সড়কে তাৎক্ষণিক যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল করিম জানান, সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় দিকের প্রায় দুই কিলোমিটার জ্যাম লেগে আছে। সড়ক দুর্ঘটনা কবলিত গাড়ী গুলো অপসারণের চেষ্টা চলছে, অতিদ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।