1. admin@independentbd.news : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
পাকিস্তানের সঙ্গে চালু হচ্ছে বিমান চলাচল ৪ ইসরাইলি নারী সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি মুক্ত পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার, সম্পাদক বেল্লাল ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন

হালনাগাদ খসড়া ভোটার তালিকায় সৈয়দপুরে ভোটার বেড়েছে ২ হাজার ৭৭৭ জন

  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২২ বার পঠিত
ellection-323

নারীর চেয়ে পুরুষ ভোটার বেশি 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুর উপজেলায় এবার মোট ভোটার হয়েছেন দুই লাখ ২০ হাজার ৭৪৫ জন। নতুন ভোটার হয়েছেন ২ হাজার ৭৭৭ জন। মোট ভোটারের মধ্যে নারীর চেয়ে পুরুষ ভোটার বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৭৪৯ জনে।

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকার চিত্রে ওই তথ্য উঠে এসেছে। প্রকাশিত ভোটার তালিকায় এবারে সৈয়দপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৭৪৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ২৪৫ জন, নারী ভোটার ১ লাখ নয় হাজার ৪৯৬ এবং হিজড়া ভোটার মাত্র চার জন। ভোটার তালিকায় হিসেবে দেখা গেছে নারী ভোটারের চেয়ে ১ হাজার ৭৪৯ জন পুরুষ ভোটার বেশি রয়েছে।

নতুন ভোটার হয়েছে দুই হাজার ৭৭৭জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫১২ এবং নারী ভোটার এক হাজার ২৬৫জন।

সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায় গেছে, গত ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকায় মোট সংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৪১জন। যা আগে ছিল দুই লাখ ১৭ হাজার ৯৬৮জন। এবারে নতুন ভোটার হয়েছে দুই হাজার ৭৭৭জন। যা পূর্বের চাইতে ভোটার বৃদ্ধির সংখ্যা শতকরা ১.২৭ ভাগ।

খসড়া ভোটার তালিকা অনুযায়ী সৈয়দপুর পৌরসভায় নতুন ভোটার সংখ্যা এক হাজার ১৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬শ’ জন এবং নারী ভোটার ৫৫৬জন। ইউনিয়নগুলোর মধ্যে কামারপুকুর ইউনিয়নে নতুন ভোটার ২৮৭ জন। এদের মধ্যে পুরুষ ১৪৫ জন এবং নারী ১৪২ জন। কাশিরাম বেলপুকুর ইউনিয়নে নতুন ভোটার হয়েছে ৩৪৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২০৬ জন এবং নারী ভোটার ১৩৮ জন। বাঙ্গালীপুর ইউনিয়নে পুরুষ ১৩৭ জন ও নারী ৯৫ জন সহ নতুন ভোটার হয়েছেন ২৩২ জন। বোতল্যগাড়ী ইউনিয়নে নতুন ভোটার হয়েছেন ৫৫৪ জন। এর মধ্যে পুরুষ ৩০২ জন এবং নারী ভোটার ২৫২ জন এবং খাতামধুপুর ইউনিয়নে নতুন ভোটার হয়েছেন ২০৪জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২২জন এবং নারী ভোটার ৮২জন। এ সব মিলিয়ে সৈয়দপুর উপজেলায় পুরুষ এক হাজার ৫১২ জন এবং মহিলা এক হাজার ২৬৫জন নতুন ভোটার বেড়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার জানান, খসড়া ভোটার তালিকা অনুযায়ী উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৪৫জন। এবার নতুন ভোটার বেড়েছে দুই হাজার ৭৭৭জন।

আগামি ২০ জানুয়ারি থেকে সারাদেশের মতো সৈয়দপুরেও হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হবে বলো জানান তিনি।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...