শামীম পারভেজ, নাটোর ::
জীবনের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নাটোরের ঘোড়াগাছা (চোমুনি) সেই গুরুতর আহত রাফি।
বুধবার (০৮ জানুয়ারি ) রাত সাড়ে ৮:৩০ সময় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের চিকিৎসক। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, নাটোরের চকরামপুর ইসলামী হসপিটালের সামনে দুইটি মোটরসাইকেল ও একটি রিক্সার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায়, রাফি (২৫) পিতা – রহমান, গ্রাম-ঘোড়াগাছা, ফারদিন (২০) পিতা-ফজলুর রহমান, দিঘাপতিয়া নাটোর।
দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে নাটোর