1. admin@independentbd.news : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:

সাবেক এমপি ও ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার

  • প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার পঠিত
x-mp-309

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি জানিয়েছেন, তাকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কোন হত্যা মামলায় এবং কী কী অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

শফিউল ইসলাম মহিউদ্দিন শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া ঢাকা-১০ আসনে ২০২০ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। সেই আসনে এমপি হন চিত্রনায়ক ফেরদৌস।

শফিউল ইসলাম মহিউদ্দিন আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। এফবিসিসিআই (বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন) এবং বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি)-এর সাবেক সভাপতি তিনি।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...