নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে উপজেলার লতা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম এবং “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে স্থানীয় ইফপির সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের নের্তৃবৃন্দ, স্থানীয় যুব ও তরুণ সমাজ ও এলাকাবাসী।
পরিচ্ছন্নতা অভিযান ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম এর অংশ হিসেবে বেতাংগী নদীর অবৈধ নেটপাটা, জাল উচ্ছেদ ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সকলকে উদ্বুদ্ধ করা হয়। “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক কর্মশালায় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ভাবনা পোস্টার প্রেজেন্টেশন এর মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠান সফলতায় লতা ইউনিয়ন এর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।