1. admin@independentbd.news : admin :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবি সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল ট্রাম্প শাসনামলে ভারত কি বাংলাদেশ প্রসঙ্গে প্রভাব খাটাতে পারবে? হামাসের কাছে পরাজয় স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দপুরে ১২ শ শীতার্ত নারী পুরুষকে শীতবস্ত্র দিল পৌরসভা পাইকগাছায় অভিযানে ৭ লক্ষাধিক চিংড়ি পোনা জব্দপূর্বক অবমুক্ত কয়রায় ভিডব্লিউবি কর্মসূচীর সেবা মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা সৈয়দপুরে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকী পালিত কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন গাইবান্ধায় মিথ্যা মামলা ও ছোট বোনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হত্যা মামলার পুনঃতদন্ত ও দোষীদের গ্রেফতার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কয়রায় ঘুগরাকাটি বাজারের সরকারি জায়গা দখরলের চেষ্টা

  • প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯ বার পঠিত
koyra-308

কয়রা(খুলনা)প্রতিনিধি ::

খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারের সরকারী জায়গা দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় জনসাধারণ সরকারী জায়গা দখলের চেষ্টার প্রতিবাদ জানিয়ে তা বাজারের অনুকুলে ফিরিয়ে আনার জন্য খুলনা জেলা প্রশাসক ও কয়রা উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে সপ্তাহে ২দিন শনি ও বুধবার হাট বসে। এই হাটে বিভিন্ন এলাকা থেকে ব্যবসাীয়রা তাদের পন্য বিক্রি করার জন্য এখানে এসে মালামাল বিক্রি করে ।

বাজারে জায়গা সংকুলুন না হওয়ায় চাননীর পাশে দোকানদারদের বেচাকেনার সুবিধার্তে সরকারীভাবে ১৯৯৬ সালে ইটের সলিং বিছানোর মাধ্যমে জায়গা বৃদ্ধি করা হয়। ঐ জায়গায় কাঁচামাল বেচাকেনা করা হতো। সম্প্রতি বাজারের ব্যবসায়ীদের সুবির্ধাতে কাঁচামালের ব্যবসায়ীদের চান্নিতে বসার জায়গা করে দিয়ে ঐ জায়গায় হাটে পন্য সরবরাহের কাজে নিয়োজিত গাড়ির পার্কিং করার ব্যবস্থা গ্রহন করা হয়। ঐ সরকারি জায়গায় গত ৩ জানুয়ারী রাতের আধারে স্থানীয় মফিজুল গংরা বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছে। এমনকি রাতের আধারে ঘর নিমার্নের চেষ্টা চালাচ্ছে।

তবে এ ব্যাপারে অভিযুক্ত মফিজুলের নিকট জানতে চাইলে তিনি বলেন, কারা কখন বালু দিয়ে জায়গা দখলের চেষ্টা করছে তা আমি জানিনাা। বাজারের জায়গায় ইটের সোলিং এ বালু দিয়ে ঢেকে দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদ ব্যবসায়ীরা অভিযোগ দায়ের করেছেন।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপুর্বকব্যবস্থা গ্রহণন করা হবে।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...