1. admin@independentbd.news : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন খুলনায় দূবৃত্তের গুলিতে খুবির শিক্ষার্থী নিহত বিএনপির চেয়ে এক এগারোর ভয়াবহ পরিণতি বেশি কেউ ভোগ করেনি: মঞ্জু যশোরের সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন ডুমুরিয়ায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

পাইকগাছায় আবহাওয়ার অনুকূল পরিবেশে সরিষার বাম্পার ফলন

  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত
paikgacha-173

শেখ নাদীর শাহ্::


আবহাওয়ার অনুকূল পরিবেশে খুলনার পাইকগাছায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। প্রান্তর জুড়ে সরিষার ক্ষেত ভরে গেছে হলুদ ফুলে। মনমাতানো সুবাস আর ফুলে ফুলে মৌমাছির গুঞ্জণ কৃষকের মন আন্দোলিত করছে। একদিকে মধু আহরনে মৌমাছিরা মেতে উঠেছে বিরামহীন কর্মযজ্ঞে। অন্যদিকে নিজেদের সরিষা ফুলের সাথে স্মৃতির এ্যালবামে ধরে রাখতে কিশোর-কিশোরী ও যুবক-যুবতীরা ভীঁড় করছে সরিষার মাঠে। আমনের পর সরিষার ভাল ফলনে কৃষকের চোখে-মুখে বিরাজ করছে তৃপ্তির হাঁসি।

বৃষ্টি ও ঘণ কুয়াশার চাপ না থাকায় এক কথায় আবহাওয়ার অনুকূল পরিবেশে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষিবিভাগের পাশাপাশি কৃষকরা।

পাইকগাছা উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৩২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে বিনা চাষে সাথী ফসল হিসাবে ৬৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে কৃষকদের মধ্যে সরিষার বীজ ও সার সরবরাহের পাশাপাশি সঠিক তদারকিতে সরিষার আবাদ বেড়েছে বলেও দাবি কৃষি অফিসের।
তবে কৃষকরা জানান, সময় মত মাটিতে জো না আসায় সরিষার আবাদ কিছুটা দেরিতে শুরু হয়েছে। উপকূলের লবণাক্ত এলাকা চাষাবাদ অনেকটা প্রকৃতি ও আবহাওয়ার উপর নির্ভর করে। তবে অন্যান্য এলাকায় মাটিতে আগাম জো আসলেও উপকূলীয় লবণাক্ত নিঁচু মাটিতে জো আসতে দেরি হয়।

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সরিষার চাষের উপযোগী ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলি ইউনিয়নে সরিষার আবাদ হয়। তবে চাঁদখালী, গড়ইখালী ও দেলুটির উঁচু এলাকার কিছু জমিতে সরিষার আবাদ হয়েছে। এবার কৃষকরা বারি সরিষা ১৪, ১৮, বিনা-৯ ও স্থানীয় জাতের সরিষা আবাদ করেছেন। সবমিলিয়ে উপকূলীয় উর্বর জমিতে চলতি মৌসুমে সরিষার আশানুরুপ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকার কৃষক ও স্থানীয় ওয়ার্ড সদস্য শেখ রবিউল ইসলাম, গোপালপুরের আনছার আলী, আব্দুস সামাদ, হিতামপুর জিয়া সরদার, সলুয়ার শহিদরা জানান, তাদের আবাদকৃত সরিষার ফলন খুব ভালো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল ইসলাম জানান, আবহাওয়া জণিত কারণে উপজেলার অনেক এলাকায় দেরিতে আমন আবাদ ও পরে ধান কাটতে দেরি হওয়ায় সরিষার আবাদে অনেক এলাকায় দেরিতে হয়েছে। তবে এক্ষত্রে কৃষকরা যদি আগাম জাতের ধান চাষ করে তাহলে ধান কর্তনের পর সময়মত সরিষা চাষে পূরা সময় পাবে।

এ ব্যাপারে কৃষকদের আগাম জাতের ধান চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে দাবি করে তিনি আরো বলেন, উপকূলীয় এলাকার নিচু জমিতে জো আসে দেরিতে সে জন্য ফসল লাগাতেও দেরি হয়।

এবছর উপজেলায় সরিষার আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক কোন বিপর্যয়ের সৃষ্টি না হলে সরিষার আশানুরুপ ফলন পাওয়া যাবে বলেও আশাবাদ কৃষির এ কর্মকর্তার।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...