1. admin@independentbd.news : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
৪ ইসরাইলি নারী সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি মুক্ত পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার, সম্পাদক বেল্লাল ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা শার্শা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই সাব-ঠিকাদার! কালিগঞ্জে বন্ধন হসপিটালের উদ্বোধনে ইউএনও অনুজা মন্ডল তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা কয়রায় মাওলানা মিজানুরকে সভাপতি ও শরিফুল ইসলামকে সম্পাদক করে ইমাম পরিষদের কমিটি গঠন খর্নিয়ায় ডিপো থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ, অজ্ঞাত কারণে নীরব প্রশাসন কপিলমুনি বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন খুলনায় দূবৃত্তের গুলিতে খুবির শিক্ষার্থী নিহত

সুন্দর আগামীর পথে খুলনায় দল গোছানোর সাথে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

  • প্রকাশের সময়: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত
jamayat-148

শেখ নাদীর শাহ্ ::


দমণ-পীড়নসহ নানা প্রতিকূলতার প্রায় দেড় দশক পর খুলনায় নতুন করে দল গোছাচ্ছে জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনগুলো। নগরী ও জেলার পাশাপাশি উপজেলা এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ফের চালু করা হয়েছে দলীয় কার্যালয়। দমণ-পীড়নের দেড় দশকে কারাগার ও পালিয়ে থাকা নেতাকর্মী ফের এলাকায় ফিরে নতুন ইমেজে দলকে সংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে দলটি। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রোগ্রামে তাদের সরব উপস্থিতি তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

দলীয় বিভিন্ন সূত্র জানা জনায়, গত দেড় দশকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও পুলিশি চাপে রাজনৈতিক কর্মকা- চালাতে হত অত্যন্ত সঙ্গোপনে। তবে সর্বশেষ রাজনৈতিক পট পরিবর্তনের পর দল ও তাদের এখন আর আগের অবস্থা নেই। বর্তমানে রাজনৈতিক অনুকূল পরিবেশে দলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ হামলা-মামলা-নির্যাতনের পর এখন নির্বিঘেœ দলীয় কর্মসূচি পালন করতে পেরে রীতিমত নেতা-কর্মীরাও উচ্ছ্বসিত।

গত ৫ আগস্টের পর থেকে খুলনা ও তার বিস্তীর্ণ রাজপথে নেতা-কর্মীদের সরব উপস্থিতি দলটির শক্তিশালী অবস্থানের বিষয়টি জানান দিচ্ছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত ৪ মাসে ঈর্ষলীয় সভা-সমাবেশ করেছে জামায়াত। এ ছাড়া জেলা-মহানগর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে খোলা হয়েছে দলীয় কার্যালয়। সেখান থেকে নিয়মিত রুটিন মাফিক পরিচালিত হচ্ছে তাদের রাজনৈতিক কার্যক্রম।

গত ১৩ নভেম্বর মহানগর জামায়াতের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে অধ্যাপক মাহফুজুর রহমানকে আমির ও শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালকে সেক্রেটারি করা হয়। একই মাসে জেলা জামায়াতেরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে মাওলানা এমরান হুসাইনকে আমির ও মুন্সী মিজানুর রহমানকে সেক্রেটারি করা হয়।

জানাযায়, এরআগে আওয়ামী লীগ নগরীর রয়্যাল মোড়ের জামায়াতের কার্যালয় ভাঙচুর এবং বন্ধ করে দেওয়ার পর গত ২ নভেম্বর সেখানে আবার সাইনবোর্ড দিয়ে দলীয় কার্যালয় চালু করা হয়েছে। এ ছাড়া গত ১৬ ডিসেম্বর নগরীর শামসুর রহমান রোডে ছাত্রশিবিরের কার্যালয় উদ্বোধন করা হয়। এর আগে গত ১৫ নভেম্বর খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয় উদ্বোধন করা হয়।

অক্টোবর মাসে নগরী এবং জেলার উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গত ১৬ ডিসেম্বর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। ওই দিন ৩৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন থানা ও তৃণমূলে কমিটি গঠন করা হয়েছে।

জামায়াত নেতারা জানান, জেলায় নেতাকর্মীর বিরুদ্ধে ২৬৭টি মামলা ছিল। এর মধ্যে ১৬টি মামলা থেকে নেতাকর্মীরা খালাস পেয়েছেন। আরও ৫০টি মামলা নিষ্পত্তির অপেক্ষায়। অন্যগুলোও নিষ্পত্তির প্রক্রিয়াধীন রয়েছে। দীর্ঘদিন ধরে যারা আত্মগোপনে ছিলেন, তাদের সবাই এলাকায় ফিরে দলীয় কর্মকা-ে সম্পৃক্ত হয়েছেন। তারা জনগণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কাজ করছেন। এদের সকলে দলের কঠোর নির্দেশনা মোতাবেক কেউ যাতে বিতর্কিত কোনো কর্মকা-ে জড়িয়ে না পড়েন, সে ব্যাপারে খেয়াল করা হচ্ছে।

কেন্দ্রীয়ভাবে ঘোষণা না হলেও ইতোমধ্যে খুলনার ৬টি আসনের ৩টিতে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। এর মধ্যে রয়েছেন খুলনা-৪ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও খুলনা-৬ আসনের জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সাংবাদিকদের বলেন, আওয়ামী দুঃশাসনের বলয়মুক্ত হওয়ায় জামায়াত নির্বিঘেœ দলীয় সকল কর্মকা- করতে পারছে। তারা শুভ আগামীর পথে দলকে শক্তিশালী করতে নিয়মিত কাজ করছেন। তিনি জানান, খুলনা-২ ও ৩ আসনে জামায়াত এর আগে কখনো প্রার্থী মনোনয়ন দেয়নি। আগামী নির্বাচনে এ দ’ুটি আসন থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা রয়েছে দলের। ইতোমধ্যে পরোক্ষভাবে তাদের নির্বাচনী প্রস্তুতি কার্যক্রমও চলছে। তবে খুলনা-১ আসনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান বলেন, ‘আমাদের কোনো নেতাকর্মী এখন কারাগারে নেই। আমরা দল গোছানোর কাজ করছি। অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি শুরু করেছি।’
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনের মধ্যে বিএনপি তিনটি, জামায়াতে ইসলামী দুটি ও আওয়ামী লীগ একটি আসনে জয়ী হয়। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি একটি আসনে জয়ী হলেও বাকি সময়ের এক তরফা নির্বাচনে খুলনার সবগুলো সংসদীয় আসন আওয়ামী লীগের দখলে ছিল।

তবে সর্বশেষ তারা আশা প্রকাশ করেন যে, আগামী সংসদ নির্বাচনে দল তার কাংখিত অবস্থান ফিরে পাবে। এছাড়া আগামী ২৬ ডিসেম্বর দলীয় প্রধান ডা: শফিকুর রহমানের খুলনা-৬ সংসদীয় পাইকগাছা- কয়রা এলাকায় আগমনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সাধারণের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস সুন্দর আগামীর পথে বাড়তি প্রাপ্তির বিষয়টি জানান দিচ্ছে।

খবরটি শেয়ার করুন...

এই বিভাগের আরও খবর...