পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::
জাতীয় ইমাম পরিষদ পাইকগাছা পৌরসভা শাখায় মুফতী আশরাফুল ইসলাম রাহমানীকে সভাপতি ও মাওলানা আঃ কাদিরকে সেক্রেটারি করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ইমাম পরিষদ আয়োজিত এক আলোচনাসভা উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামি আন্দোলন কমিটির সভাপতি মাও:আহম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আজহার আলী। বিশেষ অতিথি ছিলেন, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর (রুলু), উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আলহাজ্ব হাফেজ মাও: নূরে আলম সিদ্দিকী, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক ও পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি এম জালাল উদ্দীন।
জাতীয় ইমাম পরিষদ উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা পৌরসভার অধিকাংশ মসজিদের ইমাম সাহেববৃন্দ।
এসময়ে পৌরসভার অধিকাংশ মসজিদের ইমামদের সর্বসম্মতিক্রমে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানীকে সভাপতি ও বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আঃ কাদিরকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাও: মুহাম্মদ আবু সাদেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও: সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও: আছাদুল ইসলাম তুহিন, কোষাধ্যক্ষ মাও: ইব্রাহীম, সহ-কোষাধ্যক্ষ মাও: হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মাও: মনিরুল ইসলাম, ফতোয়া বিষয়ক মাও: মুফতী হুমায়ুন কবির।
উল্লেখ্য, গত ইং- ১১/১২/২০২৪ তারিখ খুলনা জেলা জামায়াতে ইসলামি এর কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম ও ইমাম বৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব মাওলানা আশরাফুল ইসলাম রাহমানী কে সভাপতি ঘোষণা পূর্বক পূর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গৃহীত এর পাশাপাশি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।