নিজস্ব প্রতিবেদক::
পাইকগাছার কপিলমুনিতে সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেখারুল ইসলাম শামীম ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ধারা অনুযাযী সরকারি খাস জমি অবৈধভাবে দখল, প্রবেশ, স্থাপনা নির্মাণ আইনে কপিলমুনি সদরের কয়েকটি স্থাপনা অপসারণ করা হয়। এছাড়া দোকানিদের মালামাল ক্রয়ের রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইফতেখারুল ইসলাম শামীম বলেন, জনস্বার্থে
তাদের এ অভিযান অব্যাহত থাকবে।