সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
সৈয়দপুর মাইক প্রচারক ও অপারেটর শ্রমিক ইউনিয়নের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে শহরের বিমানবন্দর সড়কস্থ সংগঠনের নিজস্ব কার্যালয় চড্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব মো. শওকত চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সাবেক, পৌর কাউন্সিলর আব্দুল খালেক সাবু, শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন ও সংগঠনের মাইক প্রচারক ও অপারেটর সদস্যরা উপস্থিত ছিলেন।