তালা প্রতিনিধি ::
সাতক্ষীরা তালার মহান্দী এজি চার্চে বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পোর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।
মহান্দী এজি চার্চ’র পাষ্টর অনাদি বিশ্বাস সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসেমব্লীজ চার্চ’র ভাইস চেয়ারম্যান যোনাথন এল মুন্সি, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, পশ্চিম বিভাগ চার্চ’র চেয়ারম্যান প্রবীর মন্ডল, ভাইচ চেয়ারম্যান সুভাষ রায় প্রমুখ।
আশীর্বাদ’র পরিচালনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র অর্থায়নে সকল শিশু সুরক্ষার বার্ষিক উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিশু সুরক্ষায় ৮টি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন ম্যানেজার কল্টন বিশ্বাস।