কয়রা(খুলনা)প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় খুলনার কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার ( ১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর স্মৃতিসৌধে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, কয়রা উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী, মোঃ মহসিন আলমসহ অন্যান্যরা।