কয়রা (খুলনা) প্রতিনিধি::
কয়রা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ৩৯ টি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মাংস বিতরন করা হয়। মাংস বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানরা।
এ সময় জানানো হয় সৌদি সরকার কর্তৃক কুরবানীর মাংস ( দুম্বার গোশত) কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের জন্য ১৯০ প্যাকেট মাংস বরাদ্দ দেওয়া হয়।
উক্ত মাংস হ্ফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার অসহায় গরীব শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।