খুলনার পাইকগাছায় সাউন্ডবক্স বাজিয়ে পাখি শিকারের সময় সোমবার (৯ ডিসেম্বর) দুই পাখি শিকারীকে আটক ও পরে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকার জরিমানা আদায়ের পর শিকারকৃত পাখিগুলোকে অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন ও তার সহযোগীরা ইউএনও’র নির্দেশে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করার সময় পাখি শিকারের সরঞ্জাম, শিকারকৃত পাখিসহ দুই শিকারীকে আটক করে।
পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এর নিকট নিলে ভ্রাম্যমান আদালতে তাদেরকে বন্য প্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইনে ২হাজার টাকা অর্থদন্ড করা করে আলামত পুড়িয়ে ফেলেন। একইসাথে উদ্ধারকৃত জীবিত পাখি অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, পারিযায়ী পাখি শিকার করার কোন সুযোগ নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।