এনআইডি কার্ড ফিরে পেতে খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচন অফিসার সামিউল আলমকে আইনী নোটিশ প্রদান করেছেন আইনজীবী সফিকুল ইসলাম।
উপজেলা নির্বাচন অফিসারকে পাঠানো নোটিশে আইনজীবী সফিকুল ইসলাম উল্লেখ করেন যে, পাইকগাছা উপজেলার দেবদুয়ার গ্রামের মৃত মোহাম্মদ আলী গাইনের ছেলে আকবর গাইন এর জন্ম তারিখ ২১/৬/১৯৪২ এন আই ডি নং ৪৭১৬৪১৬১৮৮৬৪৩ ।
কিন্তু জায়গা জমি নিয়ে আদালতে জাল-জালিয়াতি সংক্রান্তে মামলার ঘটনায় পাইকগাছা উপজেলা নির্বাচন অফিসার আকবর গাইনের এনআইডি কার্ড আটকে রাখেন।
সর্বশেষ মামলা নিষ্পত্তি হলেও নির্বাচন অফিসার সামিউল আলম আইডি কার্ডটি তাকে ফেরত দিচ্ছেননা। ফলে আকবর গাইনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। যে কারণে তিনি গত ২০/১১/২৪ তারিখে আইনজীবী সফিকুল আলম মাধ্যমে আইডি কার্ড ফেরত পাইবার জন্য আইনী নোটিশ পাঠিয়েছেন। আইনজীবী সফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।